আইন সংশোধন, যেসব শর্তে বিদেশীরাও হতে পারবেন সৌদি নাগরিক

আইন সংশোধন, যেসব শর্তে বিদেশীরাও হতে পারবেন সৌদি নাগরিক
সৌদি আরব বিদেশীদের জন্য নাগরিকত্বের ব্যবস্থা করতে তাদের আইনে সংশোধনী এনেছে। প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চলতি বছরের প্রথম দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব করা একই আইনে সম্মতি দিয়েছেন।

সিদ্ধান্তের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে মক্কা আল-মুকাররামার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করা হয়েছে।

সংশোধনী অনুযায়ী, সৌদি মা ও বিদেশী বাবার সন্তান কয়েকটি শর্তের অধীনে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। শর্তগুলো হচ্ছে : তাদের অবশ্যই ১৮ বছরের বেশি বয়সের হতে হবে, আরবি ভাষায় অনর্গল কথা বলার যোগ্যতা থাকতে হবে, আচার-আচরণে অবশ্যই ভালো হতে হবে, এবং ছয় মাসের বেশি কারাদণ্ডে দণ্ডিত হতে পারবে না।

উল্লেখ্য, সৌদি বাবার সন্তানরা স্বয়ংক্রিয়ভাবেই দেশটির নাগরিকত্ব পেতে পারে। নতুন আইনের ব্যাপারে কয়েকজন সমালোচক বলেছেন, এর ফলে সৌদি নারীদের তাদের বিদেশী স্বামীর সন্তানদের নাগরিকত্ব পেতে অনেক কঠিন অবস্থার মধ্য দিয়ে যেতে হবে।

সৌদি আরব ২০২১ সালের নভেম্বরে 'বিশেষজ্ঞ ও অনন্য বৈশ্বিক প্রতিভার' অধিকারীদের নাগরিকত্ব প্রদান করার আইন পাস হয়। একই ধরনের আইন এর আগে সংযুক্ত আরব আমিরাত গ্রহণ করেছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না