গেল সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৪ দশমিক ৯৪ পয়েন্ট হারিয়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২১৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জের অপর দুই সূচকও কমেছে। শরীয়াহ সূচক ‘ডিএসই এস’ ৩ দশমিক ৬০ পয়েন্ট এবং বাছাই করা কোম্পানিগুলোর সূচক ‘ডিএস ৩০’ এক সপ্তাহে ০ দশমিক ৭৪ পয়েন্ট কমেছে।
সমাপ্ত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ৪৮৩ কোটি ৭৩ লাখ ৮২ হাজার ৬০৭ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬১ হাজার ৪১০ কোটি ৯৩ লাখ ২১ হাজার ৪০৯ টাকায়।
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে ৭৭৮ কোটি ০৬ লাখ ৯৪ হাজার ২১১ টাকা। সপ্তাহজুড়ে এক্সচেঞ্জটিতে ১ হাজার ৭৬২ কোটি ০৩ লাখ ৩৩ হাজার ৭২৯ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে ৪০০ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬১ কোম্পানির শেয়ারদরই ছিল অপরিবর্তিত। দর কমেছে ৬৩টির, বিপরীতে মাত্র ৫৮ কোম্পানির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। ১৮টি প্রতিষ্ঠান গেল সপ্তাহে লেনদেনে অংশ নেয়নি।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। পাঁচ কার্যদিবসে কোম্পানিটির ১১৫ কোটি ৪৬ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার হাতবদল হয়েছে।
গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২৯ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে সর্বোচ্চ দরপতন হওয়া বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের শেয়ারদর ২৫ দশমিক ৩২ শতাংশ কমেছে।