সূত্র মতে, গত সপ্তাহে প্রধান শেয়ারবাজারে দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে ৭টিই ছিল ‘বি’ ক্যাটাগরির। কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার, হাক্কানি পাল্প,ফাইন ফুডস, সমতা লেদার, রংপুর ডেইরি (আরডি ফুড), জিকিউ বলপেন এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক।
জানা গেছে, গেল সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ারদর বৃদ্ধি পেয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের। বি ক্যাটাগরির কোম্পানিটির শেয়ারদর পাঁচ কার্যদিবসে ২৯ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এক সপ্তাহে কোম্পানিটির লেনদেনকৃত শেয়ারের আর্থিক মূল্য ৫ কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকা।
দর বৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে থাকা হাক্কানি পাল্পের শেয়ারদর গত সপ্তাহে ১২ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। তালিকার তৃতীয় স্থানে থাকা ফাইন ফুডস লিমিটেডের শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ২৯ শতাংশ।
দর বৃদ্ধি তালিকায় থাকা অপর কোম্পানিগুলোর মধ্যে, সমতা লেদারের ৯ দশমিক ৪৬ শতাংশ, রংপুর ডেইরির ৯ দশমিক ০৫ শতাংশ, জিকিউ বলপেনের ৫ দশমিক ৬৮ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৫ দশমিক ৬৫ শতাংশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কের ৫ দশমিক ৬২ শতাংশ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৬০ শতাংশ এবং সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের শেয়ারদর ৫ দশমিক ১৫ শতাংশ কমেছে।