সূত্র মতে, গত সপ্তাহে দরপতনে এগিয়ে থাকা ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৭টি ছিল শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানি। এগুলো হলো রুপালী লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, ঢাকা ইন্স্যুরেন্স এবং এডিএন টেলিকম।
এছাড়াও ‘বি’ ক্যাটাগরির দুটি এবং ‘এন’ ক্যাটাগরির একটি কোম্পানি গত সপ্তাহে ডিএসইর দরপতনের শীর্ষ তালিকায় অবস্থান করছে।
সূত্র জানায়, বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বেশি শেয়ারদর কমেছে বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক লিমিটেডের। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর ২৫ দশমিক ৩২ শতাংশ কমেছে।
দরপতন তালিকার দ্বিতীয় স্থানে থাকা রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর গত সপ্তাহে ১৫ দশমিক ৪৬ শতাংশ কমেছে। আর তালিকার তৃতীয় স্থানে থাকা মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর কমেছে ১০ দশমিক ৫৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক দরপতন তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে, ওরিয়ন ইনফিউশনের ৮ দশমিক ৯৩ শতাংং, আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৮ দশমিক ৫৭ শতাংশ, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোডের ৭ দশমিক ৯১ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৬ দশমিক ২৪ শতাংশ, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৫ দশমিক ৮০ শতাংশ, এডিএন টেলিকমের ৫ দশমিক ৬৮ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের শেয়ারদর ৫ দশমিক ৩৪ শতাংশ কমেছে।