ইবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

ইবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে এবং রমজানের ভাবগাম্ভীর্য বজায় রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

রোববার (২৬শে মার্চ) সকাল ১১টায় প্রশাসন ভবনের সামনে চত্বরে গার্ড অব অনারসহ জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান।

এ সময় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান উপস্থিত ছিলেন। একই সময়ে অনুরূপভাবে হলসমূহে জাতীয় পতাকা ও হলের পতাকা উত্তোলন করা হয়।

সকালে প্রশাসন ভবনের সামনের চত্বরে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

বর্নাঢ্য আনন্দ র‍্যালি শেষে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় স্মৃতিসৌধে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম এরপর একে একে বঙ্গবন্ধু পরিষদ, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয়ের রিপোর্টার্স ইউনিটি, বিভিন্ন সমিতি, অনুষদ, হল, বিভাগ, বিভিন্ন পরিষদ ও ফোরাম, বিভিন্ন ছাত্র সংগঠন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, কর্মকর্তা, কর্মচারী পর্যায়ক্রমে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন এবং তাঁদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় ।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাড়ে ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা মিলনায়তনে “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” শিরোনামে কুইজ প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অর্থসংবাদ/সাকিব/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি