কোম্পানিগুলো হচ্ছে- রানার অটোমোইলস, এস্কয়ার নিট কম্পোজিট এবং মতিন স্পিনিং মিলস লিমিটেড।
সূত্র মতে, রানার অটোমোইলসের নাম ‘রানার অটোমোইলস লিমিটেড’-এর পরিবর্তে ‘রানার অটোমোইলস পিএলসি’ হবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এস্কয়ার নিট কম্পোজিট: কোম্পানিটির ‘এস্কয়ার নিট কম্পোজিট লিমিটেড’-এর পরিবর্তে ‘এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি’ হবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
মতিন স্পিনিং মিলস: কোম্পানিটির ‘মতিন স্পিনিং মিলস লিমিটেড’-এর পরিবর্তে ‘মতিন স্পিনিং মিলস পিএলসি’ হবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
আগামীকাল মঙ্গলবার (৪ এপ্রিল) থেকে কোম্পানিগুলো নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
অর্থসংবাদ/এসএম