কৃত্তিম বুদ্ধিমত্তা বিপদজনক হতে পারে, বললেন বাইডেন

কৃত্তিম বুদ্ধিমত্তা বিপদজনক হতে পারে, বললেন বাইডেন
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ‘বিপজ্জনক’ হতে পারে। তবে প্রযুক্তিটি কীভাবে সমাজকে প্রভাবিত করতে পারে সেটা দেখা বাকি আছে। স্থানীয় সময় মঙ্গলবার বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টাদের সঙ্গে একটি বৈঠকে বক্তব্য রাখেন বাইডেন। তিনি বলেন, প্রযুক্তি প্রিতিষ্ঠানগুলোর দায়িত্ব বাজারে ছাড়ার আগে তাদের পণ্যগুলো যাচাই করে দেখা, পণ্যগুলো নিরাপদ কিনা।

কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) বিপজ্জনক কিনা? এই প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘এটা দেখা এখনো বাকি তবে এটি হতে পারে।’

বাইডেন বলেন, রোগ এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করতে পারে এআই। তবে প্রযুক্তির বিকাশের ক্ষেত্রে ‘আমাদের সমাজ, আমাদের অর্থনীতি, আমাদের জাতীয় সুরক্ষার জন্য সম্ভাব্য ঝুঁকি’ মোকাবেলা করতে হবে। তরুণদের মানসিক স্বাস্থ্যের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যম যে প্রভাব ফেলেছে তা থেকেই আমরা ধারণা নিতে পারি, যে সুরক্ষা ব্যবস্থা না থাকলে নতুন প্রযুক্তি কী ক্ষতি করতে পারে।

গত মাসে প্রকাশিত একটি খোলা চিঠিতে, টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এবং অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকসহ বেশ কয়েকটি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান ‘সমাজ এবং মানবতার জন্য গভীর ঝুঁকির’ কারণে কৃত্তিম বুদ্ধিত্তা বের না করার আহ্বান জানিয়েছেন। চ্যাটজিপিটির পর জিপিটি-৪ বের হলে তারা এই মন্তব্য করেন।

জিপিটি-৪ এর ক্যালিফোর্নিয়া ভিত্তিক নির্মাতা ওপেনএআই বলেছে, নতুন প্ল্যাটফর্মটি কিছু ক্ষেত্রে ‘মানুষের মতো পারফরম্যান্স’ দেখাতে সক্ষম।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই