জানা গেছে, আগস্ট মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ২৪ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা। আর জুলাই মাসে আদায় হয়েছিল ১৮ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার ৫৩২ টাকা। অর্থাৎ আগস্ট মাসে সরকারের রাজস্ব আদায় ৫ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৮০৮ টাকা বা ৩০.৯৭ শতাংশ বেড়েছে।
আগস্ট মাসে মোট ২৪ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকার মধ্যে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৮ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৬৩ টাকা রাজস্ব আদায় হয়েছে। এই খাত থেকে জুলাই মাসে আদায় হয়েছিল ৫ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৮৬৭ টাকা। অর্থাৎ আগস্ট মাসে এই খাত থেকে রাজস্ব আদায় ১২ কোটি ৬১ রাখ ৭৭ হাজার ৫৯৬ টাকা বা ২১০ শতাংশ বেড়েছে।
আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আগস্ট মাসে ৬ কোটি ৮ হাজার ৮৭৭ টাকা রাজস্ব আাদায় হয়েছে। জুলাই মাসে এই খাত থেকে আদায় হয়েছিল ১২ কোটি ৭৯ লাখ ৭২ হাজার ৬৬৫ টাকা। অর্থাৎ এই খাত থেকে আগস্ট মাসে রাজস্ব আদায় ৬ কোটি ৭৯ লাখ ৬৩ হাজার ৭৮৮ টাকা বা ৫৩ শতাংশ কম হয়েছে।