আগস্টে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে ৫ কোটি টাকা

আগস্টে ডিএসইর মাধ্যমে রাজস্ব আদায় বেড়েছে ৫ কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে আগস্ট মাসের সরকারের রাজস্ব আদায় ৫ কোটি ৮২ লাখ টাকা বা ৩১ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগস্ট মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব আদায় হয়েছে ২৪ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকা। আর জুলাই মাসে আদায় হয়েছিল ১৮ কোটি ৭৯ লাখ ৬৫ হাজার ৫৩২ টাকা। অর্থাৎ আগস্ট মাসে সরকারের রাজস্ব আদায় ৫ কোটি ৮২ লাখ ১৩ হাজার ৮০৮ টাকা বা ৩০.৯৭ শতাংশ বেড়েছে।

আগস্ট মাসে মোট ২৪ কোটি ৬১ লাখ ৭৯ হাজার ৩৪০ টাকার মধ্যে শেয়ার ও ইউনিট লেনদেন থেকে ১৮ কোটি ৬১ লাখ ৭০ হাজার ৪৬৩ টাকা রাজস্ব আদায় হয়েছে। এই খাত থেকে জুলাই মাসে আদায় হয়েছিল ৫ কোটি ৯৯ লাখ ৯২ হাজার ৮৬৭ টাকা। অর্থাৎ আগস্ট মাসে এই খাত থেকে রাজস্ব আদায় ১২ কোটি ৬১ রাখ ৭৭ হাজার ৫৯৬ টাকা বা ২১০ শতাংশ বেড়েছে।

আর উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট শেয়ার বিক্রয় থেকে আগস্ট মাসে ৬ কোটি ৮ হাজার ৮৭৭ টাকা রাজস্ব আাদায় হয়েছে। জুলাই মাসে এই খাত থেকে আদায় হয়েছিল ১২ কোটি ৭৯ লাখ ৭২ হাজার ৬৬৫ টাকা। অর্থাৎ এই খাত থেকে আগস্ট মাসে রাজস্ব আদায় ৬ কোটি ৭৯ লাখ ৬৩ হাজার ৭৮৮ টাকা বা ৫৩ শতাংশ কম হয়েছে।

 

 

 

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন