১০ হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে সেরা পারফরম্যান্সের চিপসেট ইউনিসক টি৬০৬

১০ হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে সেরা পারফরম্যান্সের চিপসেট ইউনিসক টি৬০৬
১০ হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে ব্যবহৃত চিপসেটগুলোর মধ্যে সেরা পারফরম্যান্সের চিপসেটের মর্যাদা পেয়েছে ইউনিসক টি৬০৬ চিপসেটটি। আনটুটু বেঞ্চমার্ক অনুযায়ী এই বাজেটের স্মার্টফোনগুলোর মধ্যে সর্বোচ্চ স্কোর পেয়েছে ইউনিসক টি৬০৬ চিপসেট।

যার ফলে এই ঈদে ১০ হাজার টাকা মূল্যের মধ্যে থাকা স্মার্টফোনগুলোর মধ্যে ইউনিসক টি৬০৬ চিপসেটযুক্ত হ্যান্ডসেটটি গ্রাহকদের কাছে সেরা পছন্দ হতে পারে বলে অভিমত সংশ্লিষ্টদের।

উল্লেখ্য, ফোনের পারফরম্যান্স পরিমাপ করার জনপ্রিয় অ্যাপ আনটুটু বেঞ্চমার্ক। স্মার্টফোন ও এর বিভিন্ন যন্ত্রাংশের পারফরম্যান্সের তুলনা করার জন্য এই অ্যাপটি ব্যবহার করা হয়ে থাকে। অনেক ক্রেতা আনটুটু বেঞ্চমার্কের স্কোর জেনে তাদের পছন্দের ফোনটি কিনে থাকেন।

জানা গেছে, বর্তমানে বাজারে ১০ হাজার টাকা মূল্যের মধ্যে যেসব স্মার্টফোন রয়েছে, আনটুটু বেঞ্চমার্ক স্কোর অনুযায়ী সেসবে ব্যবহৃত চিপসেটগুলোর মধ্যে ইউনিসক টি৬০৬ চিপসেটের স্কোর সর্বোচ্চ। এই চিপসেটযুক্ত ফোনের পারফরম্যান্স সমমানের অন্যান্য চিপসেটযুক্ত ফোনের চেয়ে অনেক বেশি।

সাম্প্রতিক এক পরীক্ষায় দেখা যায় বাজেট হ্যান্ডসেটগুলোয় যেসব চিপসেট ব্যবহৃত হয়, সেগুলোর মধ্যে আনটুটু বেঞ্চমার্কে ইউনিসক টি৬০৬ চিপসেটটি সবচেয়ে বেশি স্কোর পেয়েছে। এই চিপসেটটির আনটুটু বেঞ্চমার্ক স্কোর ১৬১৩২২।

অন্যদিকে একই ক্যাটাগরির ফোনে ব্যবহৃত অন্যান্য চিপসেট যেমন ইউনিসক টি৩১০ এর স্কোর ১৩৬৬৭২, মিডিয়াটেক হেলিও জি৩৫ এর স্কোর ১২২৬৬৬, ইউনিসক এসসি৯৮৬৩এ এর স্কোর ১০০৩৮৩, মিডিয়াটেক হেলিও জি২৫ এর স্কোর ৯৩৬৮৯, হেলিও এ২৫ এর স্কোর ৯২০৬৫ এবং হেলিও এ২২ এর স্কোর ৮৬০৫৫।

সুতরাং সবদিক বিবেচনায় বর্তমানে বাজারে থাকা বাজেট হ্যান্ডসেটগুলোর মধ্যে ইউনিসক টি৬০৬ চিপসেটযুক্ত ফোনটি থেকে সর্বোচ্চ পারফরম্যান্স মিলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়াচ্ছে ১৪ অ্যাপ
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হলে যা করবেন
গোপন নয় ‘ইনকগনিটো’ মুড, গুগলকে ৫৪ হাজার কোটির জরিমানা
বৈদ্যুতিক গাড়ি আনছে শাওমি
গুগল ক্রোম বাংলায় ব্যবহার করবেন যেভাবে
ডিলিট হওয়া ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাবেন যেভাবে
ওয়েবসাইটে জি-মেইল অ্যাড্রেস আনসাবস্ক্রাইব করবেন যেভাবে
আইফোন চুরি হলেও আইডির সুরক্ষা দেবে নতুন ফিচার
দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা জানালেন প্রধানমন্ত্রী
আইফোনের ব্যাটারির আয়ু বাড়ানোর উপায়