সোমবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ২০২২ সালে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স। যেখানে ২০২১ সালে ১৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি।
সমাপ্ত বছরে (২০২২) এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। এর আগের বছর (২০২১) কোম্পানিটির ইপিএস ছিল ২ টাকা ৩৩ পয়সা।
অপরদিকে, হিসাববছর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ৫৩ পয়সায়।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ জুন বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স।