‘ধূমকেতু এক্সপ্রেস’ দিয়ে ঈদযাত্রা শুরু

‘ধূমকেতু এক্সপ্রেস’ দিয়ে ঈদযাত্রা শুরু
রাজশাহীগামী দিনের প্রথম ট্রেন ধূমকেতু এক্সপ্রেস নির্ধারিত সময়ের কিছু পরে রাজধানীর প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুর ছেড়ে গেছে। এর মধ্য দিয়ে ঘর মুখো মানুষের ট্রেনে ঈদ যাত্রা শুরু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এই ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যায়। ট্রেনটির নির্ধারিত সময় ছিল সকাল ৬টা।

ধূমকেতু এক্সপ্রেস ২০ মিনিট দেরিতে ছাড়লেও বাকি ট্রেনগুলো মোটামুটি কাছাকাছি সময় কমলাপুর রেলস্টেশন ছেড়ে গেছে। সকাল ৮টা পর্যন্ত আন্তঃনগর ও মেইল ট্রেনসহ ১০টি ট্রেনের মধ্যে ৮টি ট্রেন রাজধানী ছেড়েছে।

এখন পর্যন্ত ছেড়ে যাওয়ার অন্যান্য আন্তঃনগর ট্রেনগুলো হচ্ছে- পারাবত এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস, এগারসিন্ধু প্রভাতী, তিস্তা এক্সপ্রেস। এছাড়া মহানগর প্রভাতী ট্রেনটি সোনার বাংলা এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে এখনও ঢাকায় পৌঁছতে পারেনি। যার ফলে ৭টা ৪৫ মিনিটে ট্রেনটির শিডিউল থাকা সত্ত্বেও সেটি সাড়ে ৯টার দিকে সম্ভাব্য সিডিউল দেওয়া হয়েছে।

এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, এখন পর্যন্ত দশটি ট্রেনের মধ্যে আটটি ট্রেন ঢাকা ছেড়ে গেছে। মহানগর প্রভাতী ঢাকায় পৌঁছার পর সেটি আবার ঢাকা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত করা হবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু