তাপপ্রবাহ নিয়ে ‘হাই অ্যালার্ট’ জারি

তাপপ্রবাহ নিয়ে ‘হাই অ্যালার্ট’ জারি
গত কয়েকদিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গরমে আঁচে নাকাল পার্শ্ববর্তী দেশ ভারতের বিভিন্ন রাজ্যও। দেশটির কয়েকটি রাজ্যে এরই মধ্যে তীব্র তাপপ্রবাহের হাই অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব ভারতের রাজ্যগুলোতে আপাতত চলবে তাপপ্রবাহ।

তীব্র গরম ও দাবদাহে পুড়বে পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, সিকিম, অন্ধ্রপ্রদেশ ও ঝাড়খণ্ড। পঞ্জাব ও হরিয়ানাতেও তাপমাত্রার পারদ আরও চড়তে পারে। শুধুমাত্র বিহারেই আগামী ৪৮ ঘণ্টা ৬টি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এছাড়া তাপপ্রবাহের সতর্কতা জারি পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার ও পূর্ব উত্তরপ্রদেশে।

ভারতের আবহাওয়া অফিস আরো জানিয়েছে, পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যাবে তাপমাত্রার পারদ। আগামী ৪-৫ দিন পশ্চিমবঙ্গ, বিহার ও অন্ধ্রপ্রদেশের উপকূলে তাপপ্রবাহ চলবে। পঞ্জাব ও হরিয়ানায় আগামী ২ দিন তাপপ্রবাহ চলতে পারে।

এদিকে ইতোমধ্যেই তাপপ্রবাহের জেরে পশ্চিমবঙ্গে সব স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গত রোববার মুম্বাইয়ে খোলা মাঠে একটি অনুষ্ঠানে হিটস্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে একাধিক পরামর্শ দিচ্ছে আবহাওয়া অফিস। তারমধ্যে অন্যতম হলো পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। এছাড়াও শরীরে যাতে পানির অভাব না হয়, তার জন্য বাড়িতে তৈরি পানীয়ও খেতে পারেন। মোদ্দা কথা, ডিহাইড্রেশন যাতে না হয়, সে বিষয়ে সজাগ থাকতে হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না