ওমরাহ ও হজের নিবন্ধনের জন্য অনলাইনে প্রতারণা এবং জাল ওয়েবসাইট সম্পর্কে হজযাত্রীদের সতর্ক করেছে দেশটির কর্তৃপক্ষ।
সম্প্রতি একটি প্রতারক চক্র পাকিস্তানের কিছু মানুষকে জাল ওয়েবসাইটের লিঙ্ক পাঠিয়ে তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার করতে বলে। এরপর তাদের কাছ থেকে চক্রটি অর্থ হাতিয়ে নেয়।
সৌদি কর্তৃপক্ষ পরে বিবৃতিতে জানায়, সেই লিঙ্কটির সঙ্গে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের কোনোরকম সংযোগ নেই এবং হজযাত্রীদের সবার এ ধরনের লিঙ্ক এড়ানো উচিত।
মন্ত্রণালয় আরও জানিয়েছে যে, হজযাত্রীদের কেবলমাত্র অফিসিয়াল চ্যানেলের মাধ্যমেই আবেদন করা উচিত, যেমন তাদের নিজ দেশের হজ মিশন অফিস বা হজ প্ল্যাটফর্ম। আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমেই তাদের বাছাই করা হবে। এছাড়াও কোনো অযাচিত অফার বা লিংকে বিশ্বাস না করার জন্য আহবান জানায় মন্ত্রণালয়।