সহকর্মীদের সঙ্গে অপ্রীতিকর আচরণের অভিযোগ ওঠায় ডমিনিক রাব ব্রিটিশ উপপ্রধানমন্ত্রীর পদ থেকে শুক্রবার(২১ এপ্রিল) ইস্তফা দেয়ার পর তার স্থলাভিষিক্ত হলেন ডওডেন। তিনি এর আগে মন্ত্রিসভা দপ্তরের মন্ত্রীর দায়িত্বে ছিলেন।
ডমিনিক রাবের বিরুদ্ধে অভিযোগ, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং তার পদত্যাগের বিষয়টি নিয়ে ব্রিটিশ রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা-সমালোচনা চলছে। প্রধানমন্ত্রী ঋষি সুনাকের একজন গুরুত্বপূর্ণ সহযোগীর ক্ষেত্রে এমনটা ঘটায় তার নেতৃত্বের গ্রহণযোগ্যতাও নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। রাব বলেছেন, চলমান তদন্তের ফলাফল মেনে নেয়া তার দায়িত্ব। উপপ্রধানমন্ত্রীর পদ ছাড়লেও তিনি সরকারকে সমর্থন দিয়ে যাবেন।
এদিকে যুক্তরাজ্যের নতুন বিচারমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আইনপ্রনেতা অ্যালেক্স চাক। ডমিনিক রাব এতদিন বিচারমন্ত্রীর দপ্তরও সামলাচ্ছিলেন।
অর্থসংবাদ/এসএম