ব্যাপক হারে কমেছে ইলন মাস্কের সম্পদ

ব্যাপক হারে কমেছে ইলন মাস্কের সম্পদ
বিদায়ী সপ্তাহে ধনকুবের ইলন মাস্কের সম্পদের নিট মূল্য কমে ১৬ হাজার ৩৯০ কোটি ডলারে নেমে এসেছে। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, চলতি বছরে এটিই মাস্কের সম্পদের সবচেয়ে বড় পতন। তবে ইলন মাস্ক এখনো বিশ্বের দ্বিতীয় শীর্ষ অতিধনী ব্যক্তি।

এর আগে তিনি প্রথম স্থানে ছিলেন। গত ডিসেম্বরে সেই স্থানে উঠে আসেন ফরাসি ব্র্যান্ড এলভিএমএইচের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট। তখন আর্নল্টের সম্পদের মূল্য ছিল ২১ হাজার ১০০ কোটি মার্কিন ডলার। সেসময় যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইলোন মাস্ক ১৮ হাজার কোটি ডলারের সম্পদের মালিক ছিলেন। ইলোন মাস্কের শুধু সম্পদই কমেনি, বৃহস্পতিবার তার নভোযান কোম্পানি স্পেসএক্সের স্টারশিপ রকেটটি পরীক্ষামূলকভাবে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই বিস্ফোরিত হয়ে।

এছাড়া ইলোনের গাড়ি প্রস্তুতকারক কোম্পানি টেসলা কম মুনাফায় বাণিজ্য করার ফলে আয় কমেছে। যদিও চলতি বছরের প্রথম তিন মাস জানুয়ারি-মার্চে টেসলা ২ হাজার ৩৩০ কোটি ডলার আয় করেছে। এদিকে মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এখনো আশানুরূপ সাফল্য দেখাতে পারছে না।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না