আগুনে পুড়ে ছাই ৩৪ দোকান, ১০ কোটি টাকার ক্ষতি

আগুনে পুড়ে ছাই ৩৪ দোকান, ১০ কোটি টাকার ক্ষতি
গোপালগঞ্জের কোটালীপাড়ার ঘাঘর বাজারের একটি তেলের গোডাউনে লাগা আগুনে তিনটি স্বর্ণের দোকানসহ ৩৪টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঘাঘর বাজারের যমুনা ব্যাংকের সামনে একটি তেলের গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার। তবে কীভাবে আগুনের সূত্রপাত হলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাত দশটার দিকে তেলের গোডাউনে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের সদস্যরা পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তেলের গোডাউনের পাশে তিনটি স্বর্ণের দোকানসহ বেশ কয়েকটি মুদি দোকান ছিল, সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় মোট ৩৪টি দোকান পুড়ে গেছে।

কোটালীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সিরাজুল ইসলাম বলেন, রাত ১০টার দিকে আগুন লাগার পর আমরা জানতে পারলে প্রথমে একটি টিম ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে দেখে পার্শ্ববর্তী ফায়ার স্টেশনের আরও দুইটি ইউনিটকে খবর দেই। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পরে তিনটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, প্রথমে একটি তেলের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও কয়েকটি দোকানে। এ সময় তিনটি স্বর্ণের দোকানসহ মোট ৩৪টি দোকান পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ বলেন, আমরা ক্ষতিগ্রস্তদের তালিকা করে জেলা প্রশাসনের কাছে পাঠাবো। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহোযোগিতা করা হবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা