৭২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

৭২ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
পাইপলাইনের জরুরি কাজের জন্য নারায়ণগঞ্জসহ বেশ কিছু এলাকায় ২৩ এপ্রিল দিনগত রাত ১২টা থেকে ২৬ এপ্রিল বুধবার রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা গ্যাস থাকবে না। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, আড়াইহাজার, রূপগঞ্জ ও নারায়ণগঞ্জ এলাকায় বিদ্যমান গ্যাস সঞ্চালন পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রোববার (২৩ এপ্রিল) দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে বুধবার (২৬ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত মোট ৭২ ঘণ্টা কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হলো- লক্ষণখোলা, রূপসী, রূপগঞ্জ, ভূলতা, কাঞ্চন, ভাটপাড়া, মুড়াপাড়া, বরপা, তারাব, পেরাব। এসব এলাকার সব শ্রেণির গ্রাহকের জন্য গ্যাস–সংযোগ বন্ধ রাখা হবে। এছাড়া একই সময় সিটি ইকোনমিক জোন, মেঘনা এনার্জি, সামিট পাওয়ার আরইবি (মাধবদী) ও সিটি সুগার ইন্ডাস্ট্রিজের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সংযোগ চালু থাকলেও এ সময় আড়াইহাজার, মাধবদী, পাঁচদোনা, ফতুল্লা, শ্যামপুর, কদমতলী, কেরানীগঞ্জ, জিঞ্জিরা এলাকাসহ ঢাকা মহানগরের দক্ষিণাংশে গ্যাসের স্বল্পচাপ থাকবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

সব ধরনের চ্যালেঞ্জ মোকা‌বিলায় র‌্যাব প্রস্তুত
নববর্ষের আনন্দ যেন বিষাদের কারণ না হয়
জানুয়ারি থেকে ১০ ডলার করে রেশন পবে রোহিঙ্গারা
নির্বাচনে আইনশৃঙ্খলা মনিটরিং সেল গঠন ইসির
ইনানী–সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু
খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের ২১ শতাংশ মানুষ
ভোটের দিন ঘিরে নাশকতার তথ্য নেই
নির্বাচন ঘিরে সেন্টমার্টিনের পর্যটন বন্ধ ৩ দিন
মেট্রোরেলে মাছ-মাংস-সবজি পরিবহনে নিষেধাজ্ঞা
জলবায়ু পরিবর্তনে দেশে বেড়েছে বজ্রপাত-মৃত্যু