সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ইবি শিক্ষার্থী সিফাত

সড়ক দুর্ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় ইবি শিক্ষার্থী সিফাত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিফাত শরিফসহ আরও দুই বন্ধু ট্রাকের সাথে দুর্ঘটনার শিকার হয়।

দুর্ঘটনায় সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী জুবায়ের ইসলাম (টনি) ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং গুরুতর আহত সিফাত ও রনি কাজীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত ও আহতরা ফরিদপুরের সদরপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা।

শনিবার (২২ এপ্রিল) দুপুর সাড়ে ৩ টার দিকে ফরিদপুর ভাঙা হাইওয়ে'তে এ দুর্ঘটনাটি ঘটে।

এ দুর্ঘটনায় আহতদের প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সিফাতকে ঢাকায় পাঠানো হয়। বর্তমানে সিফাতকে ঢাকার ধানমন্ডিতে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিফাতের খালাতো ভাই মো. হাসিবুল খান জানান, ঈদের দিন তিন বন্ধু বাইক নিয়ে বিকালে ঘুরতে বের হয়েছিলো। হঠাৎ করে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় এবং একটি ছেলে তখনি মারা যায়। ওদের দুই জনকে ফরিদপুর মেডিকেল আনা হয়। এবং ফরিদপুর মেডিকেল হাসপাতালে ডাক্তাররা উন্নত চিকিৎসার জন্য সিফাতকে ঢাকায় পাঠিয়ে দিয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা