গত ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের অধীন অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলসের (ওটিইএক্সএ) পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমেছে ১৮ দশমিক ৫৪ শতাংশ। আলোচ্য সময়ে দেশটিতে পোশাকের মোট আমদানি হয় ২৯০ কোটি ৫৩ লাখ ২৫ হাজার ডলার। ২০১৯ সালের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩৫৬ কোটি ৬৫ লাখ ২৭ হাজার ডলার।
পোশাক রফতানিকারক বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো থেকেও পোশাক আমদানি কমিয়েছে মার্কিন ক্রেতারা। বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম থেকেও পোশাক আমদানি কমেছে মার্কিন ক্রেতাদের। জানুয়ারি থেকে জুলাই সময়ে ভিয়েতনাম থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ১১ দশমিক শূন্য ৬ শতাংশ। আলোচ্য সময়ে ভিয়েতনাম থেকে ৬৯৪ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ডলারের পোশাক কিনেছেন যুক্তরাষ্ট্রের ক্রেতারা। এ হিসেবে সাত মাসে বাংলাদেশের চেয়ে ৪০৩ কোটি ৭৩ লাখ ডলারের পোশাক বেশি কিনেছে মার্কিনরা।
এ ব্যাপারে বাংলাদেশের পোশাক রফতানিকারকরা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম সব সময়ই এগিয়ে ছিল। কভিড-১৯ মহামারীর প্রভাবে বাংলাদেশ, ভিয়েতনাম, চীন সব দেশ থেকেই পোশাক আমদানি কমেছে যুক্তরাষ্ট্রের। আর এ পরিস্থিতি আরো দীর্ঘমেয়াদে অব্যাহত থাকবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক বলেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম সব সময়ই এগিয়ে ছিল। দেশটিতে আমাদের রফতানি কমেছে ১৮ শতাংশ, অন্যদিকে ভিয়েতনামের কমেছে ১১ শতাংশ। কভিডের কারণে ভিয়েতনামের রফতানির সবচেয়ে বড় পতন হয় মে মাসে। বাংলাদেশের জন্য বড় পতন ছিল মে ও জুন মাসে। ফলে কভিডের প্রভাব আমাদের ওপর বেশি বিস্তৃত। ডব্লিউটিওর তথ্য অনুযায়ী, বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তম পোশাক রফতানিকারক।
গত ৪ আগস্ট ওটিইএক্সএর পরিসংখ্যানে দেখা গেছে, ২০২০ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশ থেকে পোশাক আমদানি কমেছে ১৯ দশমিক ৭৩ শতাংশ। আলোচ্য সময়ে দেশটিতে পোশাকের মোট আমদানি হয় ২৪৭ কোটি ১২ লাখ ৩০ হাজার ডলারের। ২০১৯ সালের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৩০৭ কোটি ৮৪ লাখ ৬৬ হাজার ডলার।
বাংলাদেশ থেকে পোশাক আমদানি বাড়লেও যুক্তরাষ্ট্রের পোশাক পণ্য ক্রয়ের প্রধান গন্তব্যগুলোর বেশির ভাগ থেকেই আমদানি কমেছে বলে দেখা যাচ্ছে প্রকাশিত পরিসংখ্যানে। পোশাক পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের প্রধান গন্তব্যগুলোর মধ্যে প্রথমেই আছে চীন। জানুয়ারি থেকে জুলাই এ সাত মাসে যুক্তরাষ্ট্রে চীন থেকে পোশাক আমদানি কমেছে ৪৯ শতাংশ। ভিয়েতনাম থেকে কমেছে ১১ দশমিক শূন্য ৬ শতাংশ।
এদিকে প্রতিবেশী দেশ ভারত থেকেও পোশাক আমদানি কমেছে মার্কিন ক্রেতাদের। দেশটি থেকে জানুয়ারি থেকে জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি কমেছে ৩৩ শতাংশ। ইন্দোনেশিয়া ও ফিলিপাইন থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি যথাক্রমে কমেছে ১৯ ও ৪১ শতাংশ। শুধু কম্বোডিয়া থেকে যুক্তরাষ্ট্রের পোশাকের আমদানি বেড়েছে ৬ শতাংশ।
ডিসেম্বরে চীনের উহান থেকে উৎপত্তির পর জানুয়ারি থেকে এপিলের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে কভিড-১৯। আক্রান্ত দেশগুলোর পদক্ষেপ অনুসরণ করে মার্চের শেষে বাংলাদেশে সাধারণ ছুটির নামে শুরু হয় অঘোষিত লকডাউন। দেশে তৈরি পোশাক পণ্যের রফতানিকারকরা বলছেন, বৈশ্বিক ক্রেতারা বাংলাদেশকে দেয়া ৩১৮ কোটি ডলারের রফতানি ক্রয়াদেশ বাতিল ও স্থগিত করেছেন।