থাই প্রধানমন্ত্রী নির্বাচনের ২ সপ্তাহ আগে মা হলেন পদপ্রার্থী

থাই প্রধানমন্ত্রী নির্বাচনের ২ সপ্তাহ আগে মা হলেন পদপ্রার্থী
থাইল্যান্ডের নির্বাচনের মাত্র দুই সপ্তাহ আগে জন্ম দিয়েছেন হেভিওয়েট প্রধানমন্ত্রী পদপ্রার্থী পেটাং তারন শিনাওয়াত্রা। সোমবার (৫ মে) তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৪ মে থাইল্যান্ডে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ৩৬ বছর বয়সী পেটাংটার্ন তার অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে মাতৃত্বের ঘোষণা দেন।

এটি পেটাংটার্নের দ্বিতীয় সন্তান। অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও তিনি নির্বাচনী প্রচারণার সব দায়িত্ব পালন করেছেন। পেটাংটার্ন ইনস্টাগ্রামে লিখেছেন, 'সমস্ত সমর্থনের জন্য ধন্যবাদ। মা সুস্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এরপর তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন।'

নির্বাচনী দৌড়ে অনেক এগিয়ে পেটাংটার্ন। শিনাওয়াত্রা পরিবার থাই রাজনীতিতে ব্যাপক জনসমর্থন উপভোগ করে। আগের নির্বাচনে তাদের দল বিপুল ভোটে ক্ষমতায় এসেছিল। ধারনা করা হচ্ছে, বাবা থাকসিন শিনাওয়াত্রা ও খালা ইংলাকের পর থাইল্যান্ডের ক্ষমতায় আসতে পারেন পেটাং তারন শিনাওয়াত্রা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া