ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২ মে) ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি ৬ হাজার ২৭০ পয়েন্টে দাড়িয়েছে।
অন্য সূচকগুলোর মধ্যে ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১৩৬৭ ও ২২০৬ পয়েন্টে দাড়িয়েছে।
আজ ডিএসইতে ৮৫১ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের তুলনায় ১৫৮ কোটি ৫৪ লাখ টাকার বেশি। এর আগে গত বছরের (২০২২) ৩০ আগস্ট ডিএসইতে ৮২৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪১টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৫১টির, কমেছে ৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০২টির।
অর্থসংবাদ/এসএম