অক্টোবরেই বন্ধ হতে চলেছে উইন্ডোজ ১০

অক্টোবরেই বন্ধ হতে চলেছে উইন্ডোজ ১০
২০২৫ সালের অক্টোবরেই বন্ধ হতে চলেছে উইন্ডোজ ১০। আগামী ১৪ অক্টোবর ২০২৫ সালই উইন্ডোজ ১০ এর আয়ু শেষ। বর্তমানে যে ২২এইচ২ ভার্সন রয়েছে, সেটিই থাকবে চূড়ান্ত হিসাবে। বিশ্ববিখ্যাত প্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্ট এ তথ্য জানিয়েছে।

বর্তমানে যে ‘লং টার্ম সার্ভিসিং চ্যানেল রিলিজ’ হয়, তা হতে থাকবে। ওই নির্দিষ্ট তারিখের পরও চলবে আপডেট গ্রহণ। যাতে সিস্টেম তার নিজস্ব জীবনচক্রকে চালিয়ে যেতে পারে।

উইন্ডোজ ১০ যদি থেমে যায়, তাহলে পরবর্তী পর্যায়ে কী হতে পারে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। বলা হচ্ছে ইউজাররা এই পরিস্থিতিতে উইন্ডোজ ১১ এ দিকে যেতে পারেন। এদিকে, উইন্ডোজ ১০ এর পর বাকি অনেক আপডেট হবে বলে জানানো হচ্ছে।

তবে যারা উইন্ডোজ ১০ চালিয়ে যেতে চান, তারা তাদের অপারেটিং সিস্টেম আপডেট করুন। ২২এইচ২ এই ভার্সানটি পর্যন্ত আপডেট করতে পারেন। ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত উইন্ডোজ ১০ ব্যবহার করা যাবে।

মাইক্রোসফটের বর্তমান উইন্ডোজটি ২০২১ সাল বাজারে এসেছিল। তারপরের বছরের মে মাসেই সব ডিভাইসের মধ্যে তা ঢুকে যায়। এদিকে, উইন্ডোজ ১১ এ নতুন নকশা তুলে ধরে মাইক্রোসফট। সেখানে নতুন নানান ফিচার দেখা যায়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও'র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ
২১ সেপ্টেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ
বছরে ১৬ হাজার কোটি টাকার রেমিট্যান্স হারাচ্ছে বাংলাদেশ: না'লা
হ্যাকারদের নজরে এবার হোয়াটসঅ্যাপ, সুরক্ষিত থাকবেন যেভাবে
বাড়ির বিদ্যুৎ খরচ কমাতে যা করবেন
স্মার্টফোনে আড়িপাতা আছে কিনা বুঝবেন যেভাবে
৬৮ লাখ অ্যাকাউন্ট বন্ধ করলো হোয়াটসঅ্যাপ
আইফোন ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ
এআই উন্নয়নে ২০০ কোটি ডলারের সম্পদ বিক্রি করবে মেটা
ভোক্তা অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মোবাইল অপারেটরদের সঙ্গে ভোক্তা অধিদপ্তরের সভা