সাউথইস্ট ব্যাংকের রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি

সাউথইস্ট ব্যাংকের রেমিট্যান্স বিতরণ বিষয়ক চুক্তি
যুক্তরাজ্য ভিত্তিক মানি ট্রান্সফার কোম্পানি ওয়ার্থিং এফএক্স সার্ভিসেস লিমিটেডের সঙ্গে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের রেমিট্যান্স বিতরণ চুক্তি স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (০২ মে) ব্যাংকটির হেড অফিসে এই চুক্তি স্বাক্ষর হয়েছে।

সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন এবং যুক্তরাজ্যের ওয়ার্থিং এফএক্স সার্ভিসেস লিমিটেডের পরিচালক মোঃ গোলাম হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির অধীনে, যুক্তরাজ্য থেকে প্রবাসী বাংলাদেশিরা ওয়ার্থিং এফএক্স সার্ভিসেস লিমিটেডের মাধ্যমে তাদের কষ্টার্জিত রেমিট্যান্স পাঠাতে পারবেন এবং তাদের সুবিধাভোগীরা সাউথইস্ট ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা, উপ-শাখা এবং এজেন্ট আউটলেট থেকে রেমিট্যান্স তুলতে পারবেন।

প্রতিষ্ঠার পর থেকে, সাউথইস্ট ব্যাংক আধুনিক প্রযুক্তি এবং বৃহৎ নেটওয়ার্ক ব্যবহার করে দ্রুত রেমিট্যান্স সেবা প্রদান করে অভিবাসী শ্রমিকদের পরিবারের সদস্যদের কষ্টার্জিত রেমিট্যান্স বিতরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখন থেকে ওয়ার্থিং এফএক্স সার্ভিসেস লিমিটেডকে একটি নতুন রেমিট্যান্স পার্টনার হিসেবে যুক্ত করার মাধ্যমে, সাউথইস্ট ব্যাংক সারা বিশ্বের ২৬টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার কোম্পানি এবং এক্সচেঞ্জ হাউস থেকে রেমিট্যান্স সংগ্রহ করতে পারবে এবং অন্যান্য এক্সচেঞ্জ হাউসের সাথেও চুক্তি ক্রমান্বয়ে স্বাক্ষর করবে।

সাউথইস্ট ব্যাংক জোহানসবার্গ, কেপটাউন এবং ব্লুমফন্টেইনে অবস্থিত তার ১০০% মালিকানাধীন সাবসিডিয়ারি ‘সাউথইস্ট এক্সচেঞ্জ কোম্পানি (সাউথ আফ্রিকা) পিটিওয়াই লিমিটেড’র ০৩ টি (তিন) শাখা থেকে রেমিট্যান্স সংগ্রহ করছে।

গত বছর, সাউথইস্ট ব্যাংক ৮০০ মিলিয়ন মার্কিন ডলার আয় করে “শীর্ষ দশ রেমিট্যান্স সংগ্রহকারী ব্যাংক” এবং “শীর্ষ তিন রপ্তানি আয়কারী ব্যাংক” হিসাবে স্থান পেয়েছে যেখানে ব্যাংকের মোট ট্রেড বাণিজ্য ছিল ৬.০০ বিলিয়ন মার্কিন ডলার।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি