বারাকা সিকিউরিটিজের নতুন সিইও হলেন বরুন প্রসাদ পাল

বারাকা সিকিউরিটিজের নতুন সিইও হলেন বরুন প্রসাদ পাল
বারাকা সিকিউরিটিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হয়েছেন বরুন প্রসাদ পাল। সম্প্রতি তিনি সিইও হিসেবে যোগদান করেন। এর আগে, তিনি বাংলাদেশ ফাইন্যান্স ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে কর্মরত ছিলেন।

বরুন প্রসাদ পাল গতিশীল নেতৃত্বের জন্য বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ইন্ডাস্ট্রিতে সুপরিচিত। তার দুই যুগ ধরে ক্যাপিটাল মার্কেটে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ব্যবসায়িক নীতি ও পদ্ধতি, ফিন-টেক, ঝুঁকি ব্যবস্থাপনা, মার্জিন ম্যানেজমেন্ট, পণ্য ও প্রক্রিয়ার বিকাশসহ বিভিন্ন পদ্ধতি প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে প্রতিষ্ঠানকে রূপান্তর ও গতিশীল করতে নেতৃত্ব দিয়েছেন।

তার কর্মজীবন শুরু হয় এআর চৌধুরী সিকিউরিটিজ লি. এ বিজনেস অ্যাসোসিয়েট হিসেবে। পিএফআই সিকিউরিটিজ লিমিটেড, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেড, আইআইডিএফসি লিমিটেড, রিলায়েন্স ব্রোকারেজ সার্ভিসেস লিমিটেডে গুরুত্বপূর্ণ দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেন।

তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতক সম্পন্ন করেন। এছাড়া দেশ ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে পুঁজিবাজার সম্পর্কে বিস্তর জ্ঞান লাভ করেছেন।

উল্লেখ্য, বারাকা সিকিউরিটিজ লিমিটেড পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পতেঙ্গা পাওয়ার লি. এর অঙ্গপ্রতিষ্ঠান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ