বিজ্ঞপ্তিতে বলা হয়, রোমো রউফ চৌধুরী ব্যাংক এশিয়ার একজন স্পন্সর শেয়ারহোল্ডার ও স্পন্সর পরিচালক। তিনি লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশলে স্নাতক ডিগ্রিধারী। একজন শিল্পপতি হিসেবে তিনি ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন।
রোমো রউফ চৌধুরী বর্তমানে র্যানকন গ্রুপের চেয়ারম্যান। র্যানকন গ্রুপের ৩০টিরও বেশি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে।
এর মধ্যে কয়েকটি হলো র্যানকন মোটরবাইকস, র্যানকন মোটরস, র্যাংগস লিমিটেড, র্যাংগস প্রপার্টিজ, র্যানকন অটোমোবাইলস, র্যানকন ওশেনা লিমিটেড, র্যানকন সি ফিশিং ও র্যানকন ইলেকট্রনিকস।
 
                         
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                 
                     
                 
                