অ্যাপলের আয় কমে ৯৪.৮ বিলিয়ন ডলারে

অ্যাপলের আয় কমে ৯৪.৮ বিলিয়ন ডলারে
চলতি বছরের প্রথম তিন মাসে অ্যাপলের আয় কমেছে। কোম্পানিটির আয় তিন শতাংশ কমে ৯৪ দশমিক ৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (৪ মে) অ্যাপল এ তথ্য জানিয়েছে।

কোম্পানিটির আয় কমার অন্যতম কারণ হচ্ছে আসন্ন মন্দার আশঙ্কায় মানুষ মোবাইল ও কম্পিউটারে ব্যয় কমিয়েছে। খবর সিএনএনের।

তবে ওয়ালস্ট্রিট যে পূর্বাভাস দিয়েছিল আয় তার চেয়ে মোটামুটি ভালো অবস্থানে রয়েছে। তাছাড়া এক বছর আগের তুলনায় অ্যাপলের নেট আয়ও তিন শতাংশ কমেছে।

এদিকে অ্যাপল ৯০ বিলিয়ন পর্যন্ত শেয়ার বাইব্যাক ঘোষণা করে বিনিয়োগকারীদের সন্তুষ্ট করার চেষ্টা করেছে। এমন পরিস্থিতির পর বৃহস্পতিবার আফটার আওয়ার ট্রেডিংয়ে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে মাত্র এক শতাংশ।

অন্যদিকে অ্যাপলের সিইও টিম কুক বলেছেন, চ্যালেঞ্জিং সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ সত্ত্বেও মার্চ প্রান্তিকে আইফোনের রেকর্ড বিক্রি হয়েছে।

তবে মন্দার পর আয়ের দিক থেকে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করছে ফেসবুক। চলতি বছরের প্রথম তিন মাসে গত বছরের একই সময়ের চেয়ে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও ফেসবুকের মূল কোম্পানি মেটার আয় বেড়েছে তিন শতাংশ।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, মার্চে গড়ে তিন বিলিয়নেরও বেশি মানুষ প্রতিদিন এর অন্তত একটি অ্যাপ ব্যবহার করেছে, যা গত বছরের মার্চের চেয়ে পাঁচ শতাংশ বেশি।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া