গত বৃহস্পতিবার (০৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকার মিরপুরে নিজস্ব বাসভবনে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। মিরপুরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নোয়াখালীর চাটখিল উপজেলার শানুখালি গ্রামে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় তারপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এটিএম মাহাবুবুল হক ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে সোনালি ব্যাংকে বিভিন্ন পদে অধিষ্ঠিত হন। সর্বশেষ কর্মস্থল জনতা ব্যাংক থেকে ১৯৮৬ সালে জেনারেল ম্যানেজার হিসেবে অবসর নেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান, মরহুম মাহাবুবুল হকের বড় জামাতা।