রোববার (৭ মে) বেলা পৌনে তিনটার দিকে টঙ্গীর মিল গেইট নামার বাজার এলাকার ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রব্বানী বলেন, বেলা পৌনে তিনটার দিকে আগুনের খবর পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। তবে কতগুলো ইউনিট গিয়েছে তা এই মুহূর্তে নিশ্চিত করা যাবে না। কারণ পূর্বে একটা আগুনের ঘটনা থাকায় ইউনিটগুলো বাইরে ছিল। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কন্টোলের অপারেটর আনিসুর রহমান বলেন, টঙ্গীর মিল গেইট নামা বাজার এলাকার ঝুটের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জানান, এই মুহুর্তে তিনটি পাইপ লাগানো হয়েছে। পরপর দুটো ঘটনায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, এর আগে টঙ্গীর একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর দেড়টার দিকে টঙ্গীর পাগাড় হোসেন ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেডে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।