বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন গোবিন্দ লাল গাইন

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন গোবিন্দ লাল গাইন
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন গোবিন্দ লাল গাইন। তিনি বাংলাদেশ ব্যাংকের বগুড়া অফিসে পরিচালক পদে কর্মরত ছিলেন। পদোন্নতি দিয়ে তাকে গত ৩ মে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ের হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১ এ সংযুক্ত করা হয়েছে।

রোববার (৭ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স থেকে এ তথ্য জানানো হয়েছে।

১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন গোবিন্দ লাল গাইন। এর আগে যুগ্ম পরিচালক হিসেবে বরিশাল অফিসে কর্মরত থাকাকালীন পিএডি চালু ও পাইওনিয়ার হিসেবে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব নেটওয়ার্ক ব্যবহার করে পিএডি ও ক্যাশ বিভাগের সঙ্গে নেটওয়ার্কিং সংক্রান্ত কাজ সম্পাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এজন্য তাকে গভর্নর কর্তৃক অ্যাওয়ার্ড দেওয়া হয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগ থেকে বিএসসি (অনার্স) এবং এমএসসি ডিগ্রি অর্জন করেন। খুলনা বিশ্ববিদ্যালয় থেকে পিজিটি (আইটি) এবং এমবিএ ডিগ্রি নেন।

পেশাগত দায়িত্ব পালনকালে গোবিন্দ লাল গাইন মালয়েশিয়া, ভারত ও শ্রীলঙ্কা সফর করেন। তার জন্ম সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আবাদ চণ্ডীপুর গ্রামে। ব্যক্তিগত জীবনে তিনি দুই ছেলের বাবা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি