ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (৮ মে) কোম্পানিটির ৫০ লাখ ১০ হাজার ৮৬৮টি শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিটির লেনদেন হওয়া শেয়ারের আর্থিক মূল্য ৩৮ কোটি ৬৩ লাখ টাকার বেশি।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩০ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট।
আজ লেনদেনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন হাউজিং, অগ্নি সিস্টেমস, লাফার্জহোলসিম, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আমরা নেটওয়ার্ক এবং ইউনিক হোটেল এন্ড রিসোর্ট পিএলসি।
সোমবার ডিএসইতে মোট ৩৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছ ৭৪টির, কমেছে ৬৮টির। বাকি ২২৬টি কোম্পানির শেয়ারদর আজ অপরিবর্তিত ছিল।
অর্থসংবাদ/এসএম