সূত্র মতে, মিরাকল ইন্ডাস্ট্রিজের চার পরিচালক মোট ২০ লাখ ২২ হাজার ৯০০টি শেয়ার বিক্রি করবেন। এর মধ্যে দুই পরিচালক তাদের কাছে থাকা সব শেয়ারই বিক্রি করে দেবেন।
জানা গেছে, মিরাকল ইন্ডাস্ট্রিজের কর্পোরেট শেয়ারহোল্ডার পাভার্তন সিকিউরিটিজ লিমিটেড এবং পরিচালক রফিকুল মোর্শেদ তাদের কাছে থাকা সব শেয়ার বিক্রি করে দেবেন। পাভার্তন সিকিউরিটিজের কাছে মিরাকল ইন্ডাস্ট্রিজের ৭ লাখ ৯৮ হাজার ৭০৫টি শেয়ার রয়েছে। রফিকুল মোর্শেদের কাছে রয়েছে ৭ লাখ ২৭ হাজার ৫৫৩টি শেয়ার।
এছাড়াও কোম্পানির পরিচালক আসাদুর রহমান মির্জা ৮লাখ ৭২ হাজার ৫৯৯টি শেয়ারের মধ্যে ৩ লাখ ৭২ হাজার ৫৯৯টি শেয়ার বিক্রি করবেন। আরেক পরিচালক ওয়াহিদুজ্জামান চৌধুরী ১১ লাখ ২৪ হাজার ৪৩টি শেয়ারের মধ্যে ১ লাখ ২৪ হাজার ৪৩টি শেয়ার বিক্রি করবেন।
সূত্র জানায়, চার পরিচালক তাদের শেয়ার চুক্তি অনুযায়ী মেহমুদ ইক্যুইটিজ লিমিটেডের কাছে বিক্রি করবে। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজের পরিচালকরা এসব শেয়ার বিক্রি করবেন।