রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা যার স্প্যানিশ সংক্ষিপ্ত নাম এইএমইটি সোমবার জানিয়েছে, এপ্রিলে গড় দৈনিক তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস (৫৮.৮ ফারেনহাইট), যা গড় তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।
এইএমইটি জানিয়েছে, গত মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ৪.৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।
প্রত্যাশিত বৃষ্টিপাতের মাত্র এক পঞ্চমাংশ হয় এবার। স্পেনের রেকর্ডে সবচেয়ে শুষ্ক এপ্রিল এটি।
১৯৬১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে গত বছরটি ছিল স্পেনের সবচেয়ে উষ্ণ বছর এবং দেশটির ষষ্ঠ শুষ্কতম বছর।
তিন বছরের স্বল্প বৃষ্টিপাত এবং উচ্চ তাপমাত্রা এই বছরের শুরুতে দেশটিকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘমেয়াদী খরার দিকে ঠেলে দিয়েছে।
গত সপ্তাহে একদল আন্তর্জাতিক বিজ্ঞানীর গবেষণায় দেখা গেছে, স্পেন, পর্তুগাল ও উত্তর আফ্রিকায় এপ্রিলের রেকর্ড ভাঙ্গা তাপমাত্রার ঝুঁকি ১০০ গুণ বেড়েছে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে।
অর্থসংবাদ/এসএম