স্পেনে সবচেয়ে উষ্ণ ও শুষ্ক এপ্রিল মাসের রেকর্ড

স্পেনে সবচেয়ে উষ্ণ ও শুষ্ক এপ্রিল মাসের রেকর্ড
খরা পীড়িত স্পেন বলছে, ১৯৬১ সালে রেকর্ড করা শুরু হওয়ার পর থেকে গত মাসটি ছিল সবচেয়ে উষ্ণ ও শুষ্ক এপ্রিল।

রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা যার স্প্যানিশ সংক্ষিপ্ত নাম এইএমইটি সোমবার জানিয়েছে, এপ্রিলে গড় দৈনিক তাপমাত্রা ছিল ১৪.৯ ডিগ্রি সেলসিয়াস (৫৮.৮ ফারেনহাইট), যা গড় তাপমাত্রার চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি।

এইএমইটি জানিয়েছে, গত মাসে গড় সর্বোচ্চ তাপমাত্রা ৪.৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

প্রত্যাশিত বৃষ্টিপাতের মাত্র এক পঞ্চমাংশ হয় এবার। স্পেনের রেকর্ডে সবচেয়ে শুষ্ক এপ্রিল এটি।

১৯৬১ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর থেকে গত বছরটি ছিল স্পেনের সবচেয়ে উষ্ণ বছর এবং দেশটির ষষ্ঠ শুষ্কতম বছর।

তিন বছরের স্বল্প বৃষ্টিপাত এবং উচ্চ তাপমাত্রা এই বছরের শুরুতে দেশটিকে আনুষ্ঠানিকভাবে দীর্ঘমেয়াদী খরার দিকে ঠেলে দিয়েছে।

গত সপ্তাহে একদল আন্তর্জাতিক বিজ্ঞানীর গবেষণায় দেখা গেছে, স্পেন, পর্তুগাল ও উত্তর আফ্রিকায় এপ্রিলের রেকর্ড ভাঙ্গা তাপমাত্রার ঝুঁকি ১০০ গুণ বেড়েছে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না