অবন্টিত লভ্যাংশ দিতে সিএমএসএফ-বিটিএমএ'র আলোচনা

অবন্টিত লভ্যাংশ দিতে সিএমএসএফ-বিটিএমএ'র আলোচনা
টেক্সটাইল সেক্টরের বিনিয়োগকারীদের অবন্টিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পোঁছানোর লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) মধ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) ঢাকাস্থ কার্যালয়ে সিএমএসএফ এবং বিটিএমএ’রর মধ্যে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সিএমএসএফের পক্ষ থেকে সভাপতিত্ব করেন চিটাগাং স্টক এক্সচেঞ্জ পিএলসি’র (সিএসই) চেয়ারম্যান ও সিএমএসএফের বোর্ড অব গভর্নর (বিওজি) সদস্য আসিফ ইব্রাহিম এবং বিটিএমইর পক্ষ থেকে সভাপতিত্ব করেন বিটিএমএর প্রেসিডেন্ট মোহাম্মাদ আলী খোকন।

উক্ত সভায় টেক্সটাইল সেক্টরে বিনিয়োগকারীদের অমীমাংসিত/অবন্টিত লভ্যাংশ সিএমএসএফের তহবিলে আনার জন্য মতামত বিনিময় করা হয়। এই অমীমাংসিত/অবন্টিত লভ্যাংশের টাকা এবং স্টক সিএমএসএফের তহবিলে আনার ব্যপারে বিটিএমএ’র প্রেসিডেন্ট ইতিবাচক মত প্রকাশ করেন।

আসিফ ইব্রাহিম বলেন, পুঁজিবাজারকে চাঙ্গা করতে এই অমীমাংসিত/অবন্টিত লভ্যাংশের টাকা এবং স্টক সিএমএসএফের তহবিলে জমা করাটা খুবই জরুরী। ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ডের পক্ষে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসির চেয়ারম্যান আসিফ ইব্রাহিম টেক্সটাইলস সেক্টরে লিস্টেড কোম্পানীর কাছে অবন্টনকৃত লভ্যাংশ ট্রান্সফারের জন্য বিটিএমসির সহযোগীতা কামনা করেন।

পাশাপাশি তিনি জানান ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড বিনিয়োগকারীদের সুরক্ষায় কাজ করে যাচ্ছে। এছাড়া উক্ত সভায় সিএমএসএফের চিফ অব অপারেশন মো. মনোয়ার হোসেন এফসিএ ফান্ডের কার্যাবলীর উপর একটি বিশেষ উপস্থাপনা প্রদান করেন।

আলোচনা সভায় ডিএসইর চেয়ারম্যান প্রফেসর ড. হাফিজ মোহাম্মাদ হাসান বাবু, এবং সিএমএসএফের পক্ষে বিওজির সদস্য ডা. শেখ তানজিলা দীপ্তি, আরএমসির চেয়ারম্যান আমিনুল করিম, এএএমসির চেয়ারম্যান মো. আব্দুর রউফ এবং হেড অব অপারেশন ওয়াসি আজম উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইতিপূর্বে সিএমএসএফের তহবিলে বিনিয়োগকারীদের অমীমাংসিত/অবন্টিত লভ্যাংশের টাকা এবং স্টক জমা করার ব্যপারে বিগত ১৬ই এপ্রিল, ২০২৩ তারিখে বাংলাদেশ ব্যঙ্কারস অ্যাসোসিয়েশান (বিএবি) ও বাংলাদেশ ইনসিওরেন্স অ্যাসোসিয়েশান (বিআইবি) এর সাথে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছিল।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন