বৃহস্পতিবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হচ্ছে-
নিটল ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৯ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৬৫ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে।
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০ টাকা ৫৩ পয়সা। আগের বছর ছিলো ২৯ টাকা ৮১ পয়সা।
ইস্টার্ণ কেবলস: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ১৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৩২ পয়সা লোকসান হয়েছিল।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ৪৪ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ১৩ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩৪৪ টাকা ৪৯ পয়সা।
বিডি থাই ফুড: তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ৫৮ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে ৫৯ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে চলতি হিসাববছরের তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি ১১ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ১৬ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৪ টাকা ৫৫ পয়সা।
রিলায়েন্স ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৯ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ১ টাকা ২৮ পয়সা।
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৩ টাকা ২৪ পয়সা।।
এশিয়া ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ৫৫ পয়সা।
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৬৬ পয়সা।
ঢাকা ব্যাংক: প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির একত্রিতভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৩ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৭৩ পয়সা।
এদিকে কোম্পানিটির আলোচিত সময়ের প্রথম প্রান্তিকে এককভাবে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের বছর ছিলো ৭০ পয়সা।
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানিটির একত্রিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৩ টাকা ২৯ পয়সা। যা আগের বছর ছিলো ২২ টাকা ৮১ পয়সা।
ইউনাইটেড ফাইন্যান্স: প্রথম প্রান্তিকে (জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা। যা গত বছরের একই সময়ে আয় ছিল ৯ পয়সা। এই হিসেবে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় কমেছে ৬ পয়সা বা ৬৬ শতাংশ।
গত ৩১ মার্চ,২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৮ পয়সা। যা আগের বছর ছিলো ১৭ টাকা ৬ পয়সা।
অর্থসংবাদ/এসএম