সরকার জানায়, রিজার্ভ ও সম্পদের হিসাব প্রাপ্তি সাপেক্ষে গত ২৯ মার্চ এই সম্পর্কিত সিদ্ধান্ত নেয়া হয়। যা গতকাল ফেডারেল কাউন্সিলকে অবহিত করা হয়।
ইউক্রেনে আক্রমণের পরিপ্রেক্ষিতে রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ ও সম্পদের পরিচালনার সঙ্গে জড়িত সব লেনদেন বেআইনি হয়ে গেছে বলে জানায় সুইজারল্যান্ড।
গত বছরের ২৪ ফেব্রুয়ারিতে শুরু হয় এই যুদ্ধ। তার পরদিন থেকে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে।
রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ বিনিয়োগ কিংবা ইউক্রেন পুনর্গঠনে এ অর্থ ব্যবহার করা উচিত কি না তা নিয়ে ইউরোপীয় ইউনিয়নের বিতর্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথাও জানায় সুইজারল্যান্ড।
অর্থসংবাদ/এসএম