চলে এসেছে পাসকি
গুগলে এখন আর ঘন ঘন পাসওয়ার্ড দিতে হবে না। গুগল চালু করেছে পাসকি। এই পাসকির মাধ্যমে একাধিক একাউন্টের পাসওয়ার্ড মনে না রেখে সহজেই পাসকি ব্যবহারে আনলক করতে পারবেন।
ক্যামেরা ফ্ল্যাশ নোটিফিকেশন এবং লং ভলিউম অ্যালার্ট
নোটিফিকেশন এলইডি নেই তো কি হয়েছে? এবার ফ্ল্যাশের মাধ্যমেই আপনি চিহ্নায়ক পাবেন।
ডাটা ব্রোকার আর নয়
প্রতিটি অ্যাপই আপনার ডাটা সংগ্রহ করে বিক্রি করে। এটি পুরনো কথা। তবে এবার গুগল প্রতি মাসে আপনাকে জানিয়ে দেবে কোন অ্যাপ ডাটা সংগ্রহের পদ্ধতিতে বদল এনেছে। এভাবে আপনি ডাটা চুরির বিষয়েও পদক্ষেপ নিতে পারবেন।
আর্জেন্ট স্প্যাম নোটিফিকেশন আর নয়
ঘন ঘন আর্জেন্ট নোটিফিকেশন আসে৷ কিন্তু সেটা আসলে স্প্যাম। প্রচুর বিরক্তিকর এই ফিচারটি বন্দ করার সুবিধা এবার এলো।
লকস্ক্রিন কাস্টোমাইজেশন
পুরনো ঘড়ির ঢং বা লকস্ক্রিনে একই চেহারা দেখে বিরক্ত? এবার আপনি সবকিছুতেই নানা কাস্টোমাইজেশন করতে পারবেন।
ফাইল ট্রান্সফার আরও সহজ
গুগলে এখন ফাইল ট্রান্সফার আগের থেকে আরও সহজ ও দ্রুত। অ্যান্ড্রয়েড ১৪ এর বিল্ট ইন এপিআই আপনাকে সাহায্য করবে।
কিবোর্ড, স্টাইলাস এবং টাচপ্যাডে পরিবর্তন
কিবোর্ড, স্টাইলাস এবং টাচপ্যাডে অনেক বড় পরিবর্তন আনছে অ্যান্ড্রয়েড। ফলে স্ক্রলিং ও টাইপিং অভিজ্ঞতা হবে আরও ভালো।
টেক্সট এখন আরও বড়
অ্যান্ড্রয়েড এর টেক্সট এখন আরও বড় হবে। টেক্সট পড়তে যাদের অসুবিধা হয় তারা নিশ্চিন্তে ছোটবড় করে নিতে পারবেন।
এইচডিআর ছবির চমক
নতুন অ্যান্ড্রয়েডে ভিন্ন ধরনের জেপিইজি তোলা যাবে। তবে পুরনো ফোনেও তা ব্যবহার করা যাবে। কিন্তু এই ছবিগুলো হবে আগের তুলনায় ভালো এবং ডিটেইলের দিকে কোনো ঘাটতি থাকবে না।