প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যেও টিকটক!

প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যেও টিকটক!
অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা ইস্যুতে কক্সবাজারকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়। তবে সৈকতে গিয়ে সেলফি তুলতে দেখা গেছে অনেককে। বিষয়টি নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানকে ফোন করেছিলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ফোনে বলেন, ‘এখনো বিচে মানুষ সেলফি তুলছে, আনন্দ করছে; এটাকে তোমরা নিয়ন্ত্রণ করো।’

যখন প্রতিমন্ত্রীকে প্রধানমন্ত্রীর এমন নির্দেশ, তখন দেখা গেল প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যেও কিছু তরুণ টিকটক বানাতে ব্যস্ত। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এর সমালোচনাও করেছেন অনেকে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাগর-নদী যখন উত্তাল, প্রচণ্ড বাতাস বইছে―সে সময় একদল তরুণ এই প্রবল ঘূর্ণিঝড়ের মধ্যেও টিকটক বানাতে গিয়ে ক্যামেরা চালু করে তার সামনে নাচ-গান করছে। বিষয়টি নিয়ে নেটিজেনরা প্রবল সমালোচনা করছেন।

একজন সমালোচনা করে লিখেছেন, মানসিক রোগীর লক্ষ্মণ কত প্রকার গবেষণা করার জন্য এদেরকে ল্যাবরেটরিতে নিয়ে যাওয়া দরকার।

আরেকজন লিখেছেন, বাংলাদেশে সব কিছুর অভাব হতে পারে যেমন খাদ্য ,বস্ত্র, শিক্ষা, কিন্তু পাগলের অভাব কোনো দিন হবে না।

এক নেটিজেন লিখেছেন, সাইক্লোন পুরোপুরি আঘাত হানা পর্যন্ত এদেরকে খুঁটির সাথে কায়দা করে বেঁধে রাখা উচিত, যেন খুব ভালোভাবে টিকটক করতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা