প্রাইম ব্যাংক সিকিউরিটিজের এমডি হলেন মনিরুজ্জামান

প্রাইম ব্যাংক সিকিউরিটিজের এমডি হলেন মনিরুজ্জামান
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) সমপদমর্যাদায় যোগ দিলেন দেশের অন্যতম শীর্ষ ইনভেস্টমেন্ট ব্যাংকার মো. মনিরুজ্জামান। তিনি প্রতিষ্ঠানটির সহযোগী প্রতিষ্ঠান প্রাইম ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন। এর আগে তিনি আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মনিরুজ্জামান অর্থসংবাদকে বলেন, আজকেই প্রাইম ব্যাংক সিকিউরিটিজে যোগদান করেছি। ব্যাংকের ডিএমডি পদমর্যাদায় এখানে যোগ দিয়েছি। নতুন জায়গায় যোগদানের মাধ্যমে ইন্ডাস্ট্রিকে ভালো কিছু উপহার দিতে চাই।

১৯৯৮ সালে পুঁজিবাজারে ক্যারিয়ার শুরু করা মনিরুজ্জান কাজ করেছেন পুঁজিবাজারের শীর্ষ অনেক প্রতিষ্ঠানে। তার এই দীর্ঘ ক্যারিয়ারে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে দিয়েছেন দেশের অনেক শীর্ষ শিল্প গ্রুপকে। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করার মাধ্যমে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করেছে প্রতিষ্ঠানগুলো।

মনিরুজ্জামান ১৯৯৮ সালে স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে মাধ্যমে পুঁজিবাজারে ক্যারিয়ার শুরু করেন। এই প্রতিষ্ঠানের হাত ধরে পুঁজিবাজারে আসে বহুজাতিক কোম্পানি লাফার্জ সুর্মা সিমেন্ট ও ফুয়াং সিরামিকস ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন