ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বিরোধী র‍্যালি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং বিরোধী র‍্যালি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র‍্যাগিং মুক্ত বিশ্ববিদ্যালয় গড়ি, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস নিশ্চিতকরণে সামগ্রিকভাবে র‍্যাগিং বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে প্রশাসনিক ভবন হতে এ র‍্যালিটি বের হয়। এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে "মৃত্যুঞ্জয়ী মুজিব" ম্যুরালের পাদদেশে সমাবেত হয়।

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান উপস্থিত ছিলেন। এছাড়াও প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেলীনা নাসরীন, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত এবং সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় উপাচার্য বলেন, আমার কাছে এটি একটি জাগরণমূলক র‍্যালি মনে হয়েছে। এই অনাচার এবং পাপ বিশ্ববিদ্যালয় পরিবারের সকল সদস্যদের ঘটনা কালিমাখন করে। কাজেই আজকের র‍্যালিতে যে স্লোগান ছিলো সেগুলোকে মানসিকভাবে ধারণ করি তাহলে শুধু এই বিশ্ববিদ্যালয় নয় শেখহাসিনার বাংলাদেশে এটার মুক্ত হবে।

উল্লেখ্য, এ র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের ৩৬ টি বিভাগ, বিভিন্ন হল ও প্রশাসনিক কর্মকর্তাগণও অংশগ্রহণ করে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি