চার মাসে চীনের ১১ লাখ কোটি টাকার বেশি পণ্য রপ্তানি

চার মাসে চীনের ১১ লাখ কোটি টাকার বেশি পণ্য রপ্তানি
এক বছরের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে চীনের পণ্য রপ্তানি ১০ দশমিক ৬ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম চার মাসে আন্তর্জাতিক বাজারে ৭ দশমিক ৬৭ ট্রিলিয়ন ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ লাখ ৯০ হাজার ৮০০ কোটি টাকা) মূল্যের পণ্য রপ্তানি করেছে দেশটি। রোববার (১৫ মে) চীনের কাস্টমস সদর দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান প্রকাশ করেছে চায়না রেডিও ইন্টারন্যাশনাল। গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাড়ি রপ্তানিতে জাপানকে ছাড়িয়ে গেছে চীন। চায়না অটোমোবাইল ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের এই সপ্তাহে প্রকাশিত একটি পরিসংখ্যান অনুসারে, এপ্রিলে অটোমোবাইল নির্মাতাদের রপ্তানির পরিমাণ ছিল ৩ দশমিক ৭৬ মিলিয়ন, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ গুণ বেশি।

গত বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চীনে গাড়ি নির্মাতারা মোট ১ কোটি ৩৭ লাখ গাড়ি রপ্তানি করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ৮৯ দশমিক ২ শতাংশ বেশি। এর মধ্যে নতুন জ্বালানি চালিত গাড়ির সংখ্যা ছিল ৩ লাখ ৪৮ হাজার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ৭ গুণ বেশি।

এর আগে রাশিয়ার অটোমোবাইল বাণিজ্য পর্যবেক্ষক সংস্থা অ্যাভটোস্ট্যাট এক প্রতিবেদনে জানায়, ২০২৩ সালের এপ্রিলে রাশিয়ায় ৭৫ হাজারের বেশি নতুন গাড়ি বিক্রি হয়েছে।

এই সংখ্যা আগের মার্চ মাসের তুলনায় আট শতাংশ বেশি এবং ২০২২ সালের এপ্রিলের চেয়ে ২ দশমিক ৭ গুণ বেশি। রাশিয়ায় বিক্রি হওয়া মোট গাড়ির ৪৪ শতাংশ চীনের ব্র্যান্ডের এবং ৩৫ শতাংশ রাশিয়ায় তৈরি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না