বাংলাদেশ সফরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের নেতৃস্থানীয় কর্মকর্তা নিক হুয়াং

বাংলাদেশ সফরে স্ট্যান্ডার্ড চার্টার্ডের নেতৃস্থানীয় কর্মকর্তা নিক হুয়াং
স্ট্যান্ডার্ড চার্টার্ডের এশিয়া রিজনের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব ক্লায়েন্ট কভারেজ নিক হুয়াং সম্প্রতি ঢাকায় এসেছেন। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর।

দুই দিনব্যাপি এই সফরে নিক হুয়াং ব্যাংকের ক্লায়েন্ট এবং স্টেকহোল্ডারদের সাথে সাক্ষাৎ করেন। তাঁর এই সফরের উদ্দেশ্য ছিল বিশ্বের অন্যতম দ্রুতবর্ধমানশীল বাজারটি কাছ থেকে পরিদর্শন করা, এবং গোঁটা সফরজুড়ে তিনি পর্যবেক্ষন করেন যে, স্ট্যান্ডার্ড চার্টার্ড কীভাবে দেশিয় বাজারকে ডিজিটালি রূপান্তরিত করছে, নতুন উদ্ভাবন ঘটাচ্ছে, টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করছে এবং ক্লায়েন্টদের সেরা মানের অভিজ্ঞতা প্রদানে কাজ করছে।

নিক হুয়াং চলতি বছরের মার্চে স্ট্যান্ডার্ড চার্টার্ডের এশিয়া রিজনের ক্লায়েন্ট কভারেজ, কর্পোরেট, কমার্শিয়াল ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং-এর (সিসিআইবি) প্রদান হিসেবে নিযুক্ত হন। তিনি হংকং রিজনজুড়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের মূল ও কৌশলগত দিকগুলো ত্বরান্বিত করতে মূখ্য ভূমিকা পালন করেন।

ব্যাংকিং খাতে ৩৪ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন নিক হুয়াং-এর এশিয়া ও উত্তর আমেরিকায় কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি কর্পোরেট, কমার্শিয়াল ও আর্থিক প্রতিষ্ঠানের ব্যবসা পরিচালনায় দক্ষ ও অভিজ্ঞ। স্ট্যান্ডার্ড চার্টার্ডে যোগদানের আগে তিনি ইস্ট ওয়েস্ট ব্যাংকের হেড অব কমার্শিয়াল ব্যাংকিং হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি চায়নাট্রাস্ট কমার্শিয়াল ব্যাংক, জেপি মরগান, চায়না সিআইটিআইসি ব্যাংক ইন্টারন্যাশনাল, এবং সিটি’র মতো প্রতিষ্ঠানে বিভিন্ন উচ্চপদস্থ ভূমিকায় দায়িত্ব পালন করেছেন।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি