বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিহত ১, উদ্ধার ১৩

বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিহত ১, উদ্ধার ১৩
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের রত্নসেন দাশের মালিকানাধীন এফবি সাগর নামক একটি ফিশিং ট্রলার সাগরে ডুবে গেছে। এতে ট্রলারের মাঝিসহ ১৪ জেলের মধ্যে ১৩ জেলেকে জীবিত এবং একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মে) দিবাগত রাতে বঙ্গোপসাগরে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

বুধবার বিকালে কুতুবদিয়া থানার ওসি মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রলারের মাঝি হিরা আহমদ জানান,ট্রলারের কেবিনে আটকা পড়ে নিহত জেলের নাম বিশ্বনাথ। সে হাতিয়া এলাকার বাসিন্দা। গত সোমবার রাতে আলী আকবর ডেইল মৎস্য ঘাট থেকে ১৪ জন মাঝি-মাল্লা নিয়ে মাছ শিকারে যায় ট্রলারটি। মঙ্গলবার দিবাগত রাতে বঙ্গোপসাগরে ট্রলারটি হঠাৎ ঝড়ের কবলে পড়ে বাতাসের তোড়ে উল্টে যায়।এসময় অপর জেলেরা সাগরে ছিটকে পড়লেও ট্রলারে আটকে যায় জেলে বিশ্বনাথ চন্দ্র দাশ। ট্রলার ডুবির সময় আশেপাশে থাকা মাছ ধরার ট্রলার এসে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করে। এসময় জেলে বিশ্বনাথের সন্ধান পাওয়া যায়নি। পরে বিশ্বনাথের মরদেহ ভাসমান অবস্থায় সাগরে

আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আকতার কামাল সিকদার জানান, একজনের মরদেহ উদ্ধার করে তীরে নিয়ে আসা হয়েছে। ট্রলারটি এখনও সাগরে নিখোঁজ রয়েছে, ট্রলারে অন্য মাঝিমাল্লা সুস্থ আছেন বলেও জানান তিনি।

কুতুবদিয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, বঙ্গোপসাগরে আলী আকবর ডেইল ইউনিয়নের রত্নসেন দাশের মালিকানাধীন ট্রলারটি দূর্ঘটনার কবলে পড়ে সাগরে ডুবে যায়, পরে ১৩জন জীবিত উদ্ধার হলেও একজন জেলে মারা যায়। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা