মাদরাসা বোর্ডের ২৫ মে'র পরীক্ষা স্থগিত

মাদরাসা বোর্ডের ২৫ মে'র পরীক্ষা স্থগিত
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আগামী ২৫ মে বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য উচ্চতর গণিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড।

স্থগিত করা পরীক্ষা আগামী ২৮ মে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিনের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আগামী ২৫ মে অনুষ্ঠিতব্য উচ্চতর গণিতের পরীক্ষা অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে।’

এর আগে ঘূর্ণিঝড় মোখার কারণে ১৪ মে নির্ধারিত ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করেছিল বোর্ড।

বিবৃতিতে আরও বলা হয়, ইংরেজি প্রথম পত্র ও উচ্চতর গণিতের স্থগিত পরীক্ষা যথাক্রমে ২৭ ও ২৮ মে অনুষ্ঠিত হবে।

এতে আরও বলা হয়, ২৯ মে থেকে ৪ জুন পর্যন্ত সব বিষয়ের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি