বাজেটে ৪১ হাজার ৩৭০ কোটি টাকা চায় বিদ্যুৎ-জ্বালানি বিভাগ

বাজেটে ৪১ হাজার ৩৭০ কোটি টাকা চায় বিদ্যুৎ-জ্বালানি বিভাগ
চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ৩২ হাজার কোটি টাকা। আগামী অর্থবছরের বাজেটে ৪১ হাজার ৩৭০ কোটি টাকা বরাদ্দ চায় বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। এখন সংশোধিত বাজেটের চেয়ে প্রায় ৯ হাজার ৩৭০ কোটি টাকা বেশি বরাদ্দ চায় জ্বালানি মন্ত্রণালয়ের এই দুই বিভাগ। তার মধ্যে বিদ্যুৎ বিভাগ বরাদ্দ চায় ৩৮ হাজার ২০ কোটি এবং জ্বালানি বিভাগ চায় তিন হাজার ৩৫০ কোটি টাকা।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, জ্বালানি খাতকে পেছনে রেখে বিদ্যুৎ খাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়। যার কারণে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও জ্বালানির অভাবে উৎপাদন করা যাচ্ছে না। গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে আরো বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য বার্ষিক উন্নয়ন খাতের (এডিবি) ৬১টি প্রকল্পে বরাদ্দ চায় ৩৭ হাজার ৯৭০ কোটি টাকা। চলমান অর্থবছরের সংশোধিত বাজেটে এডিবি খাতে বিদ্যুৎ বিভাগের বরাদ্দ রয়েছে ২৭ হাজার ৯০৪ কোটি টাকা। গত এপ্রিল পর্যন্ত ব্যয় হয়েছে ১৭ হাজার ১২৮ কোটি টাকা।

এডিবির সরকারি অর্থায়নের ৫১টি প্রকল্পের জন্য বিদ্যুৎ বিভাগ চেয়েছে ১১ হাজার ৩৮৯ কোটি টাকা। এ খাতে চলতি বছরের বরাদ্দ রয়েছে ৯ হাজার ৩৫৫ কোটি টাকা। এই বিভাগের প্রকল্প সাহায্যের পাঁচ প্রকল্পে বরাদ্দ চাওয়া হয়েছে ২২ হাজার ৩৮৫ কোটি টাকা। চলমান বাজেটে এ জন্য রাখা হয়েছে ১৫ হাজার ৮৯১ কোটি টাকা। বিদ্যুৎ খাতের সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নের পাঁচ প্রকল্পের জন্য ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বরাদ্দ চাওয়া হয়েছে চার হাজার ১৯৪ কোটি টাকা, যার মধ্যে এক্সপোর্ট ক্রেডিট ঋণ ৭৭৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের বাজেটে নিজস্ব অর্থায়নের বরাদ্দ রয়েছে দুই হাজার ৬৫৮ কোটি টাকা। আগামী বাজেটে বিদ্যুৎ বিভাগ পরিচালন খাতে ৫০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে।

জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, আগামী অর্থবছরের জন্য এডিবির ৪১ প্রকল্পে তিন হাজার ৩৪২ কোটি টাকা বরাদ্দ চেয়েছে জ্বালানি বিভাগ। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতের জন্য রাখা হয় চার হাজার দুই কোটি টাকা। গত এপ্রিল পর্যন্ত ব্যয় হয়েছে দুই হাজার ৪০০ কোটি টাকা। জ্বালানি বিভাগ সরকারি অর্থায়নের ছয় প্রকল্পের জন্য ৫২১ কোটি টাকা চেয়েছে। চলমান বাজেটে এ খাতে রাখা হয়েছে ৬৪৮ কোটি টাকা।

আগামী অর্থবছরের জন্য প্রকল্প সাহায্যের প্রকল্পগুলোর জন্য জ্বালানি বিভাগ চেয়েছে ৩৬৪ কোটি টাকা। এই অর্থবছরে এ খাতে এক হাজার ১৪৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে। আগামী বাজেটে নিজস্ব অর্থায়নের প্রকল্পগুলোর জন্য জ্বালানি বিভাগ মোট বরাদ্দ চেয়েছে দুই হাজার ৪৩১ কোটি টাকা। চলমান অর্থবছরের বাজেটে জ্বালানি খাতের সংস্থাগুলোর নিজস্ব অর্থায়নের প্রকল্পগুলার জন্য রয়েছে দুই হাজার ২১১ কোটি টাকা। আগামী অর্থবছরের জন্য জ্বালানি বিভাগ পরিচালন খাতে ৮.২৯ কোটি টাকা বরাদ্দ চেয়েছে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

নতুন সুদহার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক
ব্যাগেজ রুলের অপব্যবহারে ধ্বংস হচ্ছে জুয়েলারি শিল্প
বছর ঘুরলেও প্রবাসী আয়ে গতি ফিরেনি
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
গ্রাহক সংখ্যায় দেশসেরা প্রতিষ্ঠান নগদ
বছরজুড়ে আলোচনায় খেলাপি ঋণ, সুদহার ও বিনিময়হার
প্রথম দিনেই ২ লাখের বেশি পণ্যের অর্ডার পেলো ইভ্যালি
তিন মাসের মধ্যে সব দেনা পরিশোধ শুরু করবো
পোশাকশিল্পকে রাজনৈতিক হাতিয়ার না বানানোর অনুরোধ
এক মাসের ব্যবধানে আলুর দাম বেড়েছে ৪৪ শতাংশ