দিলকুশাস্থ ব্যাংকটির প্রধান কার্যালয়ে আজ শনিবার (২০মে) এ সম্মেলন হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীর।
সংগঠনের নেতাসহ সব সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক বলেন, ‘দীর্ঘ কর্মজীবন শেষে অবসরপ্রাপ্ত ব্যাংকাররা এ সংগঠনের আশ্রয়তলে এসে অবসর পরবর্তী সময়টুকু সৃজনশীল কর্মের মাধ্যমে উপভোগ করবেন। তারা সতীর্থদের কল্যাণেও কাজ করবেন।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে রূপালী ব্যাংক অতীতের যে কোনো সময়ের চেয়ে সব আর্থিক সূচকে ভালো করছে। ব্যবস্থাপনা পরিচালকের ঘোষিত ১০০ দিন ও ১৫০ দিনের বিশেষ কর্মসূচি অত্যন্ত কার্যকর।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি তাহমিনা আখতার ও হাসান তানভীর।
সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম সামসুদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে ব্যাংকের সাবেক ডিএমডি ও প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শফিউদ্দিন, সিবিএর কার্যকরী সভাপতি মো. রিপন মৃধা, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. সুজাত আলী জাকারিয়াসহ ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।