সয়াবিনের দাম দশ মাসের মধ্যে সর্বনিম্ন

সয়াবিনের দাম দশ মাসের মধ্যে সর্বনিম্ন
আন্তর্জাতিক বাজারে সয়াবিনের দর ব্যাপক নিম্নমুখী হয়েছে। গত ১০ মাসের মধ্যে যা সর্বনিম্ন। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, শুক্রবার (১৯ মে) কার্যদিবস শেষে শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সবচেয়ে সক্রিয় সয়াবিনের চুক্তি মূল্য কমেছে ২৬ সেন্ট। প্রতি বুশেলের দাম নিষ্পত্তি হয়েছে ১৩ ডলার ০৭ সেন্টে।

দিনের শুরুতে তা ছিল ১৩ ডলার ০৪ সেন্ট। ২০২২ সালের ২২ জুলাইয়ের পর যা সবচেয়ে কম দর।

রিপোর্টে উল্লেখ করা হয়, সাপ্তাহিক ছুটির আগে বাজারে কিছুটা নিস্ক্রিয় হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। এতে সয়াবিনের দরপতন ঘটেছে।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে রপ্তানি কমেছে। সেই সঙ্গে ব্যাপক হারে আমদানি কমিয়েছে শীর্ষ ক্রেতা চীন। পাশাপাশি রেকর্ড উৎপাদন হওয়ায় সরবরাহ বাড়িয়েছে বৃহৎ উৎপাদক ব্রাজিল। তাতে মজুত বৃদ্ধি পেয়েছে।

তেলবীজটির ব্যাপক দরপতনের নেপথ্যে এসবও ভূমিকা রেখেছে। একই সঙ্গে আগামী সেপ্টেম্বর, জানুয়ারি, মার্চ, জুলাই, মে, আগস্টে চুক্তি কমেছে।

সিবিওটিতে আগামী জুলাইয়ের সয়ামিলের সরবরাহ মূল্য কমেছে ৫ ডলার। প্রতি টনের দাম দাঁড়িয়েছে ৪০৯ ডলার ১০ সেন্ট।

একই সময়ে সয়াঅয়েলের মূল্য নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ০২ সেন্ট। পাউন্ডপ্রতি বিক্রি হয়েছে ৪৭ দশমিক ২৭ সেন্টে।

অর্থসংবাদ/এসএম

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না