ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৪ মে) কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১১ টাকা ৯০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে।
দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর এদিন ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে। আর ৯ দশমিক ৮৭ শতাংশ শেয়ারপ্রতি দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
আজ টপটেন গেইনার বা দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড ইন্স্যুরেন্স, নর্দান জুট ম্যানুফ্যাকচারিং, ন্যাশনাল টি কোম্পানি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, রুপালী লাইফ ইন্স্যুরেন্স এবং সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এদিন ডিএসইতে মোট ৩৬৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, দর কমেছে ৯৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯৪টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম