ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৪ মে) ডিএসইতে কোম্পানিটির ৩৯ লাখ ১৮ হাজার ৪৪৯টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ারের আর্থিক মূল্য ৩৭ কোটি ২২ লাখ টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৩৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩০ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।
আজ লেনদেনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, জেমিনি সি ফুড, সোনালী লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল হোটেল এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এদিন ডিএসইতে মোট ৩৬৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৪টির, দর কমেছে ৯৯টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯৪টি কোম্পানির।
অর্থসংবাদ/এসএম