সিআইপি সম্মাননা পেলেন বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ুন কবির বাবলু

সিআইপি সম্মাননা পেলেন বেঙ্গল গ্রুপের পরিচালক হুমায়ুন কবির বাবলু
শিল্পখাতে অসাধারন অবদানের স্বীকৃতস্বরূপ বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক হুমায়ুন কবির বাবলুকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) ২০২১ সম্মাননা পদক প্রদান করেছে শিল্প মন্ত্রণালয়।

সোমবার (২২ মে) ঢাকার একটি অভিজাত হোটেলে তার হাতে এ পদক তুলে দেওয়া হয়। এবার মোট ৯টি ক্যাটাগরি বিবেচনা করে ৬টি ক্যাটাগরিতে মোট ৪৪ জন ব্যক্তিকে এ পদক প্রদান করা হয়।

শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এম. পি, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এম. পি, মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ও এফবিসিসিআই সভাপতি মো.জসিম উদ্দিন।

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আজকে যারা পদক পেয়েছেন, তাদের অত্যন্ত সচেতনভাবে সততা নিয়ে নির্বাচিত করা হয়েছে। দেশের উন্নয়নে ব্যবসায়ীদের বিশাল অবদান রয়েছে।

জাকিয়া সুলতানা বলেন, আপনারা শিল্পোদ্যোক্তা। শিল্পবান্ধব পরিবেশ আপনারা চান। আমরাও চাই যেন আপনাদের জন্য শিল্পবান্ধব পরিবেশ তৈরি করে দিতে পারি। আজকে যারা পুরস্কার পেলেন তারা দেশের উন্নয়নে বিশাল অবদান রেখেছেন।

উল্লেখ্য, বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক ও বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু (সিআইপি) দেশের একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। তিনি মিডিয়া, পাওয়ার জেনারেশন, হোটেল এন্ড ট্যুরিজম, প্লাস্টিক, ফুড এন্ড বেভারেজ ও গার্মেন্টসসহ বেশ কিছু সুপ্রতিষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদে তার দায়িত্ব পালন করছেন। তিনি লস এঞ্জেলস সিটি কলেজ এবং ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র থেকে বিবিএ এবং এমবিএ সম্পন্ন করেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি