দর বৃদ্ধিতে বিমা খাতের চমক

দর বৃদ্ধিতে বিমা খাতের চমক
 

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৫ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন দর বৃদ্ধিতে চমক দেখিয়েছে বিমা খাত। এ খাতের লেনদেনে অংশ নেওয়া ৫৪ কোম্পানির মধ্যে ৫১টিরই শেয়ারদর আজ বৃদ্ধি পেয়েছ। শতাংশ হিসেবে দরবৃদ্ধি পাওয়া কোম্পানিগুলোর ৪৮ দশমিক ৫৭ শতাংশই ছিল বিমা খাতের প্রতিষ্ঠান। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৫ মে) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় বিমা খাতের ৮ কোম্পানি স্থান করে নিয়েছে। এসব কোম্পানির শেয়ারদর একদিনে যতটুকু বৃদ্ধি পাওয়া সম্ভব ততটুকুই বেড়েছে।

জানা গেছে, আজ ডিএসইতে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের। প্রতিষ্ঠানটির শেয়ারদর আজ ৪ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।

দরবৃদ্ধি তালিকার দ্বিতীয় স্থানে ছিল ট্যনারি খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার। আজ কোম্পানিটির শেয়ারদর ৯ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়েছে।

তালিকার তৃতীয় স্থানে থাকা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর এদিন ৭ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ বেড়েছে।

পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারদরও আজ ৯ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।

এছাড়াও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৮৮ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফের ৯ দশমিক ৭৬ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্সের ৯ দশমিক ৬৭ শতাংশ এবং রুপালী লাইফের শেয়ারদর আজ ৯ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দরবৃদ্ধি তালিকার সর্বশেষ স্থানে থাকা খাদ্য ও আনুষাঙ্গিক খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির শেয়ারদর আজ ৮ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন